Game

10 hours ago

Champions Trophy 2025 IND vs PAK: দুবাইয়ে খেলতে এসে বিদ্রুপের শিকার হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল

Pakistan National Cricket Team
Pakistan National Cricket Team

 

দুবাই, ২২ ফেব্রুয়ারি : রবিবার দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচ খেলতে এসে বিদ্রুপের শিকার হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা।আয়োজক হয়ে অন্য দেশে ম্যাচ খেলতে আসায় জন্য সামাজিক মাধ্যমে এই কটাক্ষ শুনতে হচ্ছে রিজওয়ানদের। শুক্রবার ক্রিকেটারদের দুবাই পৌঁছানোর ছবি অফিসিয়াল সামাজিক মাধ্যমে পিসিবি প্রকাশ করার পরই কমেন্ট বক্স এসেছে বহু নেতিবাচক মন্তব্য। আয়োজক হয়েও কেন তারা ভিন্ন দেশে খেলতে এসেছে সে নিয়ে করা হয়েছে ঠাট্টা, বিদ্রুপ। পাকিস্তান গণমাধ্যম বলছে পাকিস্তান ক্রিকেট রাজনীতির শিকার। আয়োজক হয়েও পাকিস্তানকে বাধ্য করানো হয়েছে অন্য দেশে খেলতে। আর সেটা করেও নিস্তার নেই রিজওয়ানদের।

You might also like!