Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Country

6 days ago

Air India Dreamliner upgrade:এয়ার ইন্ডিয়া শুরু করলো বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সংস্কার কাজ

Air India Boeing 787-8 refurbishment
Air India Boeing 787-8 refurbishment

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :এয়ার ইন্ডিয়া তাদের পুরনো বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ও এয়ারবাস A320neo বিমানগুলির আধুনিকীকরণ কার্যক্রম শুরু করেছে। এই প্রকল্পের জন্য তারা ৪০০ মিলিয়ন ডলারের বড় কর্মসূচি গ্রহণ করেছে। এয়ার ইন্ডিয়ার মূল লক্ষ্য হলো যাত্রীদের সেবায় উন্নতি করা এবং তাদের আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দেওয়া।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২৬টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারকে সাজানো হচ্ছে। এই সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘আধুনিকীরণের জন্য আমাদের পুরোনো বিমানগুলি আবার নতুন বিমানের মতো হয়ে উঠবে। যাত্রীরা আরাম করে গন্তব্যে পৌঁছতে পারবেন।’

২৭টি এয়ারবাস A320neo মডেলের বিমানে আধুনিকীকরণের কাজ গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এর সবকটিতেই নতুন কেবিন লাগানো হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী এর কাজ ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। হায়দরাবাদের একটি কারখানায় এর কাজ চলছে। এখনও পর্যন্ত ১৬টি বিমান নতুনভাবে সাজানো হয়েছে। বাকি ১১টি বিমান চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে। বিমানগুলির যন্ত্রাংশও নতুন করে সাজানো হচ্ছে, যাতে মাঝপথে কোনও সমস্যা না হয়।আধুনিকীকরণের কাজটি বেশ গুরুত্বপূর্ণ কারণ গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনারের দুর্ঘটনায় ভেঙে পড়ার স্মৃতি এখনও তরতাজা। সেই দুর্ঘটনায় সব মিলিয়ে ২৬০ জনের মৃত্যু হয়েছিল। তাই এ রকম ভয়াবহ দুর্ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বিমান আধুনিকীকরণের কাজ শুরু করেছে এয়ার ইন্ডিয়া।



You might also like!