দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :প্রায়ই চুল স্ট্রেট করার অভ্যাস অনেকেরই আছে—হোক তা কোঁকড়া বা ঢেউখেলানো চুল অপছন্দের কারণে, কিংবা সাজে পরিবর্তন আনার ইচ্ছে থেকে। ফলে বাড়িতে রাখা হেয়ার স্ট্রেটনার ব্যবহার হয় প্রায় প্রতিদিনই। কিন্তু অতিরিক্ত তাপে চুল ক্ষতিগ্রস্ত হয়, আর সময় বাঁচাতে অনেকেই স্যাঁতসেঁতে চুলেই স্ট্রেটনার চালান, যা আরও ক্ষতিকারক। চুলের এই ক্ষতির বিষয়েই সম্প্রতি সতর্ক করলেন বলিউডের তারকা কেশসজ্জাশিল্পী অমিত ঠাকুর, ইনস্টাগ্রামে জানালেন গুরুত্বপূর্ণ তথ্য।
আলিয়া ভট্ট, ক্যাট্রিনা কইফ, কিয়ারা আডবাণী, এমন তাবড় সমস্ত তারকাকে সাজিয়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিয়োতে তাঁর বিশেষ সতর্কবার্তা— ভেজা বা সামান্য আর্দ্র চুলে স্ট্রেটনার ব্যবহার করলে মারাত্মক ক্ষতি হতে পারে, যা ক্ষণস্থায়ী নয়।
অমিত জানালেন, ভেজা চুলে তাপ প্রয়োগ করলে চুলের ভিতরে থাকা জল বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প বের হওয়ার পথ না পেয়ে চুলের কাষ্ঠে ছোট ছোট গর্ত তৈরি করে। যাকে বলা হয় ‘বাবল হেয়ার এফেক্ট’। এমন নামকরণের কারণ, চুলের কাষ্ঠে বুদ্বুদ তৈরি হয়। এর ফলে চুলের প্রোটিন কাঠামো ভেঙে পড়ে, চুল দুর্বল হয়ে পড়ে, সহজে ভেঙে যেতে পারে এবং সময়ের সঙ্গে তা মেরামত করাও কঠিন হয়ে ওঠে।
তাই কেশসজ্জাশিল্পীর পরামর্শ, যে কোনও ধরনের স্ট্রেটনার বা কার্লিং আয়রন ব্যবহারের আগে চুল সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এবং তাপ থেকে সুরক্ষার জন্য হিট প্রোটেকশন ব্যবহার করতে হবে।