Technology

7 hours ago

Realme P3 Pro: ভারতীয় ক্রেতাদের সুখবর! শীঘ্রই ভারতীয় বাজারে গেমিংয়ের একাধিক ফিচার সহ আসছে Realme P3 Pro

Realme P3 Pro
Realme P3 Pro

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতীয় ক্রেতাদের জন্য় নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme সংস্থা।  রিয়েলমি পি২ প্রো ফোনের সাকসেসর মডেল Realme P3 Pro লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনটির বৈশিষ্ট্য হলো, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর। এছাড়াও থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত GT Boost গেমিং টেকনোলজি সাপোর্টও পাওয়া যাবে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে। তার ফলে এই ফোনে গেম খেলার সময় ইউজারদের অভিজ্ঞতা দুর্দান্ত হতে চলেছে। এটি  Realme সংস্থার অনলাইন স্টোরের পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকেও সংগ্রহ করতে পারবেন। 

Realme P3 Pro লঞ্চের সময়সীমাঃ এই ফোনটি আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার সময় লঞ্চ হবে।  Realme P3 সিরিজে একটি বেস মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে Realme P3 ফোনও ওই একইদিনে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও। Realme-র এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। Realme -র নেক্সট এআই ফিচার থাকতে চলেছে এই ফোনে।   

মূলত গেম খেলার জন্য এই ফোনটি তৈরি হয়েছে। এই ফোনটিতে থাকতে চলেছে একটি কোয়াড কার্ভড এজফ্লো ডিসপ্লে এবং Aerospace grade VC cooling system যা ফোন গরম হতে দেবে না। ৬০৫০ স্কোয়ার মিলিমিটার এলাকা জুড়ে থাকতে চলেছে এই VC cooling area, যার সাহায্যে অনেকক্ষণ ফোনে গেম খেললেও ডিভাইস গরম হবে না, কিংবা গরম হলেও অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে। 

গেমিংয়ের জন্য Realme P3 Pro 5জি ফোনে যে GT Boost technology থাকতে চলেছে যা তৈরি করেছে KRAFTON সংস্থা। দাবি করা হচ্ছে, Realme P3 Pro ফোন BGMI খেলার অন্যতম সেরা ফোন হতে চলেছে। এখানে AI Ultra-Steady Frames, Hyper Response Engine, AI Ultra Touch Control এবং আরও আধুনিক ও উন্নত এআই যুক্ত ফিচার থাকতে চলেছে।  

তবে এখনও Realme সংস্থা তাদের নতুন ফোনের সম্পর্কে সমস্ত স্পেসিফিকেশন, ফিচার প্রকাশ্যে আনেনি। শোনা যাচ্ছে, Realme P3 Pro ফোন 12জিবি র‍্যাম এবং 256জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং 24 মিলিমিটারের ফোকাল লেংথ সাপোর্ট যুক্ত থাকতে পারে। 

You might also like!