বার্সেলোনা, ২৬ ফেব্রুয়ারি : কোপা দেল রের সেমি-ফাইনালের বার্সেলোনা-আতলেতিকোর প্রথম লেগের ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৪-৪ গোলে শেষ হয়েছে। অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল। এরপর শেষ কয়েক মিনিটে ম্যাচে আবার নাটকীয় মোড়। বার্সার জালে আরও দুই গোল করে হার এড়াল আতলেতিকো মাদ্রিদ।
আতলেতিকোর হয়ে প্রথম দুটি গোল করেন হুলিয়ান আলভারেস ও অঁতোয়ান গ্রিজমান। এরপর প্রথমার্ধেই বার্সেলোনার হয়ে গোল পান পেদ্রি, পাউ কুবার্সি ও ইনিগো মার্তিনেস। এরপর দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান বাড়ান রবের্ত লেভানদোভস্কি। এরপর মার্কোস ইয়োরেন্তে আতলেতিকোর হয়ে ব্যবধান কমানোর পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল শোধ দেন আলেকসান্দার সরলথ। ফলে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৪-৪ গোলে শেষ হয়। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে ফিরতি লেগ।