Country

12 hours ago

PM Modi wishes on shivratri:মহাশিবরাত্রিতে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সুখ ও সমৃদ্ধির জন্য করলেন প্রার্থনা

PM Modi wishes on shivratri
PM Modi wishes on shivratri

 

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র এই দিনে সমস্ত দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "আমি সমস্ত দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। এই ঐশ্বরিক উপলক্ষ সকলের জন্য সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক ও বিকশিত ভারতের জন্য সংকল্পকে শক্তিশালী করুক। হর হর মহাদেব!" বুধবার দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। সকাল থেকেই বিভিন্ন শৈবতীর্থে ভক্তদের ঢল নামে। চলে পূজার্চনা।

You might also like!