Country

11 hours ago

Mahakumbha 2025 : চতুর্থ শাহী স্নান সম্পন্ন, মহাকুম্ভের জন্য ফের প্রতীক্ষা ১৪৪ বছরের

Mahakumbh 2025
Mahakumbh 2025

 

প্রয়াগরাজ, ২৬ ফেব্রুয়ারি : ইতিহাসের সাক্ষী থাকল উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলায় অংশ নিয়ে ত্রিবেণী সঙ্গমে ইতিমধ্যেই পুণ্যস্নান করেছেন ৬৩ কোটিরও বেশি ভক্ত। দেশ ও বিদেশ থেকে আগত কোটি কোটি ভক্ত গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন।

মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে নিজস্ব অবস্থানকে আরও সুদৃঢ় করে তুলেছে। বুধবারই মহাকুম্ভ মেলার অন্তিম দিন। মহাশিবরাত্রির পবিত্র দিনে ত্রিবেণী সঙ্গমে চতুর্থ অমৃত স্নান করেছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আকাশ থেকে হেলিকপ্টারে পুণ্যার্থীদের ওপর পুষ্পবর্ষণ করা হয়। সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা, টানা ৪৫ দিন ধরে চলেছে পুণ্যস্নান।

You might also like!