Breaking News
 
Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ

 

Entertainment

4 months ago

Mahakumbh 2025: ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন ‘অনুপমা’ অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়! সমাজ মাধ্যমে ভাগ করলেন পবিত্র মুহূর্ত

Rupali Gangopadhyay
Rupali Gangopadhyay

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগ এখন কুম্ভ ক্ষেত্র। ১৪৪ বছর পর এক আধ্যাত্মিক মহাযোগ তৈরি হয়েছে মহাকুম্ভের আঙিনায়। ৪৫ দিন ব্যাপী এই আয়োজনে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্তবৃন্দ। এমনকি আমজনতার পাশাপাশি ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের একাধিক বিখ্যাত ব্যক্তিবর্গ। আর এবার মহাকুম্ভে পুন্যস্নান করতে এসেছিলেন 'অনুপমা' ধারাবাহিক খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায়।   

প্রয়াগে চলমান মহাকুম্ভের অন্তিম লগ্নে এবার পুন্যের উদ্দেশ্যে যোগ দিলেন  হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। এছাড়াও নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ক্যাম্পেইনের মুখ ছিলেন রুপালি গঙ্গোপাধ্যায়।  ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্নে প্রধানমন্ত্রীর মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের ‘অনুপমা’। মাঘী  পূর্ণিমার পুণ্যতিথিতে বাঙ্গালি এয়ো স্ত্রীর মতো তাঁর হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর নিয়েই ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিতে দেখা গেল অভিনেত্রীকে।  সঙ্গে ছিল তাঁর সপরিবার। স্বামী অশ্বিনও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। এদিন স্বামী অশ্বিন ভার্মার সঙ্গে ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়ে তাঁদের অসাধারণ অনুভূতির কথা জানালেন তারকা দম্পতি। এদিন তারকা দম্পতির একমাত্র সন্তান রুদ্রাংশ-কেও  তাঁদের সঙ্গে মা গঙ্গার পবিত্রতা উপভোগ করতে দেখা গেছে। এদিন আস্থার ডুব দিয়ে অভিনেত্রী  রুপালি জানালেন, “মাঘী পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে পরিবার-পরিজন আর বন্ধুদের মঙ্গলকামনায় আস্থার ডুব দিলাম। জল খুব ঠান্ডা হলেও ভক্তি আর বিশ্বাসের কাছে কিছুই নয়।” আরেকটি পোস্টে রুপালি  লিখেছেন, “অলৌকিক, অদ্ভুত, সনাতনী অভিজ্ঞতা মহাকুম্ভে। পরিবারকে নিয়ে যেতে পারে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমরা এতটাই অভিভূত হয়েছিলাম যে ঠিক করে ছবিও তোলার কথা মাথায় ছিল না।” ত্রিবেণী সঙ্গম থেকে পবিত্র জলও সঙ্গে করে এনেছেন অভিনেত্রী।  

মহাকুম্ভে যোগ দেওয়ার প্রসঙ্গেও নানা কথা সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'বিশ্বাসের যাত্রা…, সারাজীবনের জ্ঞানের অভিজ্ঞতা..., জীবনের স্মৃতি...। রুদ্রাংশ এবং অশ্বিনের সঙ্গে এই অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং মা গঙ্গার বিশালতা, উদারতা এবং শক্তি অনুভব করা একটি ভিন্ন অভিজ্ঞতা ছিল যা শেষ নিঃশ্বাস পর্যন্ত আত্মায় অঙ্কিত থাকবে"।    

You might also like!