Entertainment

10 hours ago

Farhan Khan FIR: হোলি নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে ফারহা, অভিযোগ দায়ের

Farhan Khan
Farhan Khan

 

মুম্বই, ২২ ফেব্রুয়ারি : রঙের উৎসব হোলি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন ফারহা খান। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ফারহা সম্প্রতি মন্তব্য করেছেন, হোলি ‘ছাপরি’দের অনুষ্ঠান! ফারহা খানের এই মন্তব্য মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত বিকাশ ফতক নামে এক ব্যক্তি খার থানায় ফারহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‘হিন্দুস্তানি ভাউ’-এর আইনজীবী এ প্রসঙ্গে জানিয়েছেন, ফারহার এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক। এই ধরনের বক্তব্য বিশেষ উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। পাশাপাশি, হিন্দুদেরও অসম্মানিত করা হয়েছে। যা ক্ষমার অযোগ্য।

You might also like!