kolkata

16 hours ago

Businessman shot at in Lilua: লিলুয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, তদন্তে পুলিশ

Businessman shot at in Lilua
Businessman shot at in Lilua

 

হাওড়া, ২২ ফেব্রুয়ারি : হাওড়ার লিলুয়ায় আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। শুক্রবার রাতে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। রাজেশ সিং নামে ওই ব্যবসায়ীরা পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে রাজেশ নিজের ফ্ল্যাটের সামনে একটি অনুষ্ঠানে অংশ নেন। রাস্তার পাশে আচমকা বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পেটে গুলি লাগে। ওই ব্যবসায়ীর ভাই নীতেশ জানান, দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে গুলি করে পালিয়ে যায়। মুখ ঢাকা ছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You might also like!