Country

1 week ago

Jojari river pollution: ভজনলালকে চিঠি গেহলটের, জোজরি নদীর দূষণ রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান

Jojari river pollution
Jojari river pollution

 

জয়পুর, ১৭ ফেব্রুয়ারি : রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে চিঠি লিখে যোধপুরের জোজরি নদীর দূষণ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে, সামাজিক মাধ্যমে তিনি দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন ,যোধপুরে জোজরি নদীর দূষণ কৃষক, জলজ প্রাণী এবং পরিবেশের জন্য মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিল্পাঞ্চলের বিভিন্ন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিশোধন ছাড়াই তাদের বর্জ্য জল সরাসরি নদীতে ফেলে দিচ্ছে। এছাড়া, নদীর উপর স্থাপিত 'জিরো সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট'-এর কাজও ৩ মাস ধরে বন্ধ রয়েছে। যার ফলে যোধপুর, পালি ও বালোত্রা জেলায় কৃষিজমিতে ব্যাপক ক্ষতি হচ্ছে এবং মানুষ ও গবাদি পশুর মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে।

তিনি আরও জানান, " তিনি মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন , অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে দূষণের ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের স্বস্তি দেওয়া যায়।"

You might also like!