শ্রীভূমি (অসম) : শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মার্চ মাসের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার (পিএমজিকেএওয়াই) বিনা মূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমির খাদ্য ও গণবন্টন বিভাগ থেকে এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে সাব হোলসেলারদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্র যোগে জানিয়ে দিয়েছেন জেলা আয়ুক্ত।