Country

1 week ago

Pulwama terror attack anniversary: সন্ত্রাসীদের ধ্বংস করতে বদ্ধপরিকর মোদী সরকার , অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালের সন্ত্রাসী হামলায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সন্ত্রাসীদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা দিয়েছেন, সন্ত্রাসীদের ধ্বংস করতে বদ্ধপরিকর মোদী সরকার।

পুলওয়ামা হামলার ষষ্ঠ বার্ষিকীতে শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, "নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে "শূন্য সহনশীলতা" নীতি গ্রহণ করে সন্ত্রাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে দৃঢ়প্রতিজ্ঞ।" শাহ আরও জানান, "একটি কৃতজ্ঞ দেশের পক্ষ থেকেনআমি ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া জওয়ানদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।" সামাজিক মাধ্যমে অমিত শাহ লেখেন, "সন্ত্রাসবাদ সমগ্র মানবতার সবচেয়ে বড় শত্রু এবং সমগ্র বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।"

You might also like!