Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

West Bengal

5 months ago

Mahakumbh 2025: মহাকুম্ভে যাওয়া হল না! কুলটিতে লরির ধাক্কায় মৃত্যু দুই পুণ্যার্থীর

No way to go to Mahakumbh! Two pilgrims die after being hit by a lorry in Kulti
No way to go to Mahakumbh! Two pilgrims die after being hit by a lorry in Kulti

 

আসানসোল, ২০ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর। বুধবার রাত ১১.৩৫ মিনিট নাগাদ আসানসোলের কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন - শান্তনু মুখোপাধ্যায় (৬৫) এবং শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০)। আহত হয়েছেন শান্তনুর পুত্র সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধূ অনন্যা মুখোপাধ‍্যায়, শৈলেনের স্ত্রী রুম্পা বন্দ্যোপাধ্যায় এবং শৈলেনের আত্মীয় শিউলি কর্মকার ও গাড়ির চালক সোমনাথ। এর মধ্যে শিউলির অবস্থা সঙ্কটজনক।

বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দু’টি পরিবারের সাত জন বুধবার একটি গাড়িতে চেপে কুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। পথে কুলটি থানার চৌরঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। একটি লরি ওই গাড়িকে ধাক্কা মারে। তার পর গাড়িটি বেসামাল হয়ে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের এবং দুই পরিবারের চার মহিলা-সহ মোট ছ’জন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like!