Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Health

3 weeks ago

Feet Wellness Check: শরীর বলছে সতর্ক হোন! পায়ের ৪টি উপসর্গে চিনে নিন ভিটামিন ডি-র ঘাটতি

Feet Wellness Check
Feet Wellness Check

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ  ভিটামিন ডি শুধুমাত্র হাড়ের সুস্থতার জন্যই নয়, পুরো শরীরের ইমিউন সিস্টেম, স্নায়ু এবং পেশির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আমাদের ব্যস্ত জীবনযাত্রা ও সূর্যের আলো থেকে দূরে  থাকার কারণে অনেকেরই শরীরে ভিটামিন ডি-র ঘাটতি দেখা যায়। এই ভিটামিনের অভাবে এমন অনেক ধরনের উপসর্গ দেখা দেয়, যেগুলিকে প্রাথমিক ভাবে অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে। তাই অনেক  ক্ষেত্রে ভিটামিন ডি-র অভাব শনাক্ত করতে দেরি হয়ে যায়। এ দিকে এই সমস্যা ঘরে ঘরে লক্ষ করা যায়। এই ভিটামিনের অভাবের প্রভাব শরীরের নানা অংশে নানা ভাবে পড়তে পারে। চুলে, ত্বকে, শরীরের বিভিন্ন অঙ্গে, এমনকি মনেও উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। তবে চিকিৎসকেরা বলেন, পায়ে এবং ত্বকে নাকি তা সবচেয়ে বেশি লক্ষ করা যায়।  বিশেষজ্ঞদের মতে, শরীরের বিভিন্ন অঙ্গের পাশাপাশি পায়েও এই ঘাটতির স্পষ্ট ইঙ্গিত দেখা যায়। নিচে রইল সেই চারটি সাধারণ উপসর্গ—

১. পেশিতে ক্র্যাম্প বা ব্যথা: হঠাৎ করে পায়ের পেশিতে টান ধরা বা ব্যথা হওয়া ভিটামিন ডি ঘাটতির অন্যতম লক্ষণ।

২. হাড়ে ব্যথা বা ভারী ভাব: হাঁটা বা দাঁড়িয়ে থাকার সময় পায়ে ভারী লাগা বা অস্বস্তি অনুভব করলে সতর্ক হওয়ার সময় এসেছে।

৩. পায়ে ঘন ঘন ঝিনঝিনে ভাব বা অবশ হওয়া: পায়ে স্নায়ুর কার্যকারিতা কমে গেলে এমন অনুভূতি হতে পারে, যা ভিটামিন ডি অভাবের কারণেও হতে পারে।

৪. দুর্বলতা বা হাঁটতে কষ্ট হওয়া: হঠাৎ করে পায়ে দুর্বলতা, ক্লান্তি বা ভারসাম্যহীনতা দেখা দিলে, তা হতে পারে শরীরে ভিটামিন ডি কমে যাওয়ার লক্ষণ। 

কী করবেন?

১.  প্রতিদিন ১৫–২০ মিনিট সূর্যের আলোতে থাকুন।

২. ডায়েটে রাখুন ডিমের কুসুম, দুধ, মাছ, ও ভিটামিন ডি-যুক্ত খাবার।

৩. প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

 ভিটামিন ডি-র ঘাটতি অল্প মনে হলেও দীর্ঘমেয়াদে বড় সমস্যার কারণ হতে পারে। তাই পায়ের এই উপসর্গগুলি উপেক্ষা না করে সময় থাকতে সতর্ক হন। 

You might also like!