Health

6 months ago

Kids Teeth Care: শিশুর দাঁতে পোকা ধরতে শুরু করেছে? কী ভাবে যত্ন নিলে খুদেকে পরে ভুগতে হবে না?

Dent Care for Children (File Picture)
Dent Care for Children (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিশুরা যখন খেতে শেখে, তখন তাঁদের দাঁতে পোকা ধরতে পারে। এই পোকা ধরার পিছনে নানান রকমের মিষ্টি ও দুগ্ধজাত খাবারই দায়ী। আর খুদেদের  চকোলেট, ক্রিম বিস্কুট এইসব পছন্দের খাবার।  কিন্তু এই চকোলেট, বিস্কুটের ক্রিম খুদের দাঁতের জন‍্য কতটা ক্ষতিকর, সেটা ভুলে গেলে চলবে কি? কমবয়স থেকেই যদি সন্তানের দাঁতের যত্ন নিতে শুরু না করেন, তা হলে পরে খুদেকেই ভুগতে হবে নানারকম সমস‍্যায়। তবে এই সমস্যার সমাধানে কিভাবে সতর্ক থাকবেন? 

১) রোজ দুবেলা দাঁত মাজান শিশুকে। সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাতে খাবার খাওয়ার পরে একবার। 

২) খুদেকে মিষ্টিজাতীয় খাবার কম খাওয়ানোর চেষ্টা করুন।  চিনি দাঁতের জন‍্য একেবারেই ভাল নয়। দাঁত ক্ষয়ে যায়।

৩) শিশুর দাঁতের সমস্যায় চিকিৎসকের সাহায্য নিন। এই বিষয়ে নিজেরা না সিদ্ধান্ত নেওয়াই ভালো। 

৪) দাঁত ভালো রাখতে শিশুকে সঠিক পরিমাণে জল খাওয়ান। 

৫) শিশুর দাঁতের অবস্থা কেমন আছে? তা মাঝেমধ্যে একবার করে চেক আপ করতে হবে। 

 

You might also like!