Health

2 weeks ago

Health Tips: গরম খেতে এই ফল খেলে এক লহমায় কমবে মেদ! জানেন কি সেই ফল?

Paper lemon (Symbolic Picture)
Paper lemon (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গরম হোক বা বর্ষা , গরম ভাত খেতে সকলেই ভালবাসেন। আর সেই ভাতেই মিশিয়ে খান এই ফল। খেলেই একেবারে কমে যাবে শরীরের মেদ। আসবে ত্বকে উজ্জ্বলতা।

এই ফলটি হল কাগজি লেবু। এই লেবুটির উৎপত্তি স্থল হল আসাম এবং এর প্রচুর ঔষুধি গুণ থাকায় এর দামও অন্যান্য লেবুর তুলনায় একটু বেশি। বিশেষজ্ঞদের মতে, কাগজি লেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে। কোলাজেন সিন্থেসিসে সাহায্য করে এই ফল এ ছাড়াও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কাগজি লেবু। রোজ ভাতের পাতে খেলে সিজনাল অসুখ-বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। ফ্রি ব়্যাডিকেলের থেকে কোষকে রক্ষা করে।

এতে প্রচুর জলায় উপাদান থাকে। শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে কাগজি। এ ছাড়া রক্ত চলাচল স্বাভাবিক রাখে যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই ফল। হজমের সমস্যা দূর করতেও এর কোনও তুলনা হয় না।

লেবুতে প্রচুর ক্যালোরি থাকলেও লেবু ওজন কমাতে সাহায্য করে।

You might also like!