ব্যাংকক, ১৫ মে: থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মালয়েশিয়ান জুটি আইয়ুব আজারিয়ান এবং তান উই কিয়ং-এর বিরুদ্ধে সরাসরি জয়লাভ করেছেন ভারতের সাত্ত্বিক-চিরাগ জুটি। তারা জিতলেন ২১-১৩ ব্যবধানে।প্রথম রাউন্ডের এই ম্যাচ শেষ করতে শীর্ষ বাছাই এই ভারতীয় জুটি সময় নেন মাত্র ৩৪ মিনিট।
সাত্বিক এবং চিরাগ পরের রাউন্ডে চাইনিজ জু হাও নান এবং জেং ওয়েই হানের সাথে খেলবেন।