Game

2 months ago

paris olympic : প্যারিস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে সেইন নদী

Seine River (symbolic picture)
Seine River (symbolic picture)

 

প্যারিস, ৬ জুলাই : এসেই গেল প্যারিস অলিম্পিক। ২৬ জুলাই শুরু হবে, গেমস শেষ হবে ১১ আগস্ট। প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সেইন নদীতে অনুষ্ঠিত হবে। এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সেজে উঠছে সেইন নদী, মানুষের প্রত্যাশা বাড়ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদরা ক্রুজ জাহাজ দিয়ে ৬ অস্টারলিটজ ব্রিজের পূর্ব থেকে পশ্চিমের দিকে ৬ কিলোমিটার যাত্রা করে আইফেল টাওয়ারের পাশে ট্রোকাডেরো স্কোয়ারে পৌঁছাবেন। এরপর সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ক্রীড়াবীদরা।

সেইন নদীতে বিস্তৃত তৃতীয় আলেকজান্ডার ব্রিজে ৬ হাজার দর্শকের আসন রয়েছে, তারা উদ্বোধনী অনুষ্ঠান এখান থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলে এখানে রোড সাইক্লিং, ট্রায়াথলনসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে। গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান টনি এস্টানগুয়েট বলেছেন, 'প্যারিস আমাদের মঞ্চ, আর এই মঞ্চে পারফর্ম করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো।’


You might also like!