
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল। বাসাকশেহিরের সঙ্গে চুক্তি বাতিল হলে ফুটবলকে বিদায় জানাবেন ওজিল, এমন গুঞ্জন শোনা গিয়েছিল অনেক আগে থেকেই। অবশেষে বুধবার স্যোসাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে অবসরের কথা ঘোষণা করলেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। গত কয়েকমাস ধরেই চোট আঘাতে ভুগছিলেন ৩৪ বছরের এই তারকা ফুটবলার। অবশেষে ফুটবল মাঠকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন মেসুত ওজিল।
পেশাদার ফুটবলকে বিদায় জানানোর বার্তায় ওজিল লিখেছেন, “আমার ১৭ বছরের পেশাদারী ফুটবল জীবনে অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি চোট আঘাতে ভুগছি। এই চোট আঘাত নিয়ে খেলা চালিয়ে যাওয়া উচিত হবে না। এই চোট সেরে গেলেও কতটা সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে আমি সব ভাবনা চিন্তা করেই পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি।”
