Game

1 month ago

IPL 2024: KKR Team Squad: শুরু থেকেই থাকবেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, তবু কেকেআর-এর চিন্তা কমছে না

IPL 2024: KKR Team Squad
IPL 2024: KKR Team Squad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে দু'বার আইপিএল খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। গত ১০ বছরে রীতিমতো খরা চলছে কেকেআর-এর ট্রফিতে। তবে, আসন্ন আইপিএলে এই খরা কাটাতে মরিয়া কিং খানের দল। নতুন আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের কারণে খেলতে পারেননি তিনি। এই বছর তিনি ফের অধিনায়কের আসনে।

চলতি মরশুমে দলে জেসন রয়কে পাবে না কেকেআর। গত মরশুমে জেসন রয়ের দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁকে দলে না পাওয়া কেকেআর-এর কাছে বড় ধাক্কা। তাঁর বদলি হিসেবে দলে এসেছেন ফিল সল্ট।

তবে, এই মরশুমে কেকেআর-এর যে ক্রিকেটারের দিকে সকলের নজর থাকবে, তিনি হলেন- রিঙ্কু সিং। তিনি আর নতুন নন। তবে, ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তিনি এই ফর্ম্যাটে আরও বেশি দক্ষ হয়ে উঠেছেন বলে অভিমত বিশেষজ্ঞদের।

কেকেআর-এর টপ অর্ডারের ব্যাটারদের মধ্যে ভেঙ্কটেশ আইয়ার ছাড়া মিডল অর্ডারের রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, নীতিশ রানার কাঁধেও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে। মিডল অর্ডারে আর সঙ্গে রয়েছেন কেকেআর-এর বড় ভরসা আন্দ্রে রাসেল।

কেকেআর-এর বোলিং ইউনিটের নেতৃত্বে রয়েছেন মিচেল স্টার্ক। যাঁকে, চলতি আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে কেকেআর। বোলিং ইউনিটের দায়িত্বে স্টার্কের সঙ্গেই থাকবেন চেতন সাকারিয়া।

অন্যদিকে, কোচিং ইউনিটের দায়িত্বে রয়েছেন যথাক্রমে গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিত।

কেকেআর-এর মূল শক্তি দলের স্পিন বিভাগে। সুনীল নারিন, সুযাশ শর্মা, বরুণ চক্রবর্তী এবং মুজিবুর রহমানকে নিয়ে তৈরি কেকেআর-এর বোলিং ইউনিট প্রতিপক্ষের কাছে রীতিমতো চিন্তার বিষয়।

ওপেনারদের স্থান নিয়ে এখনও খুব আত্মবিশ্বাসী নয় কেকেআর ম্যানেজমেন্ট। রহমানুল্লা গুরবাজ এবং ফিল সল্টের মধ্যে একজনকে রাখতে হবে ওপেনার হিসেবে। সুনীল নারিনের খারাপ ফর্মও ম্যানেজমেন্টের কাছে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে।


You might also like!