Game

3 hours ago

India in semi-finals of World Bridge Games:ওয়ার্ল্ড ব্রিজ গেমসের সেমিফাইনালে ভারত

India in semi-finals of World Bridge Games
India in semi-finals of World Bridge Games

 

বুয়েনস আইরেস, ৩১ অক্টোবর : আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ওয়ার্ল্ড ব্রিজ গেমসের সেমিফাইনালে ভারত সিনিয়ররা কানাডাকে ১৬৮-৮৪-এ হারিয়েছে৷সেমিফাইনালে তারা মুখোমুখি হবে সুইডেনের। ভারতীয় দলে রয়েছেন কমল মুখার্জি, বিভাস টোডি, বাদল দাস, প্রণব বর্ধন, অরুণ বাপট এবং রবি গোয়েঙ্কা। গিরিশ বিজুর কোচ এবং নন প্লেয়িং অধিনায়ক।

প্রথম দিন থেকেই ভারতের সিনিয়ররা এগিয়ে আছে। দলটি রাউন্ড-রবিন লিগে বাছাইপর্বের একটি শক্তিশালী দল ছিল। ১৬ রাউন্ডে তারা স্কটল্যান্ডকে হারিয়েছে।

You might also like!