
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : দিল্লির বাতাস খুবই খারাপ পর্যায়ে। সোমবার সকালেও ঘন কুয়াশায় ঢাকা ছিল রাজধানী দিল্লি। এ দিন দিল্লির বিভিন্ন স্থানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ‘খুব খারাপ’ পর্যায়ে। ধোঁয়াশায় মোড়া ছিল ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ। অক্ষরধাম, আইটিও সর্বত্রই ছিল বায়ুদূষণ।
ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৯৪। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫৪ এবং অক্ষরধাম মন্দির এলাকাতেও বাতাসের গুণমান সূচক ছিল ৩৫৪। এক মাসেরও বেশি সময় হয় গেল দিল্লির বাতাসের গুণমান এখন খারাপ পর্যায়েই রয়েছে। বরং রবিবারের তুলনায় সোমবার বাতাসের গুণগতমান আরও খারাপ স্তরে পৌঁছল।
