নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : দিল্লি, পঞ্জাব ও হরিয়ানা-সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও ছত্তিশগড় এবং মধ্য মহারাষ্ট্রেও শীতের আমেজ বাড়বে। আইএমডি জানিয়েছে, আগামী দুই দিন অসম, মেঘালয়, পূর্ব উত্তর প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশায়ও ঘন কুয়াশা থাকতে পারে।
দিল্লি-এনসিআর-এর বাতাসের গুণগতমান বুধবারও মন্দ পর্যায়েই রয়েছে। এদিন সকালে ধোঁয়াশায় মোড়া ছিল ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ। অক্ষরধাম, আইটিও সর্বত্রই ছিল বায়ুদূষণ। ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ২২৫, গাজীপুর এলাকায় ২৯৮। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৮। তবে, মঙ্গলবারের তুলনায় বুধবার আবহাওয়ার সামান্য উন্নতি হয়েছে।
