Game

1 year ago

ICC ODI World Cup 2023: সেমিফাইনালে সেঞ্চুরি করবেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি

Md Shami
Md Shami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি। তাঁর সামনে এবার আরও এক মাইল ফলক ছোঁয়ার হাতছানি। বুধবার নিউ জিল্যান্ডের (Ind Vs New Zealand) বিরুদ্ধে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি (Md Shami)। না ব্যাটে-বলে সেঞ্চুরি নয়। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের জীবনের ১০০ তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ (ICC ODI World Cup 2023) খেলবেন তিনি। যদিও শামির লক্ষ্য ১০১। কারণ দলকে ফাইনালে পৌঁছে দিতে চান তিনি।

বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচ সাজঘরে বসেই কাটিয়ে দিয়েছিলেন শামি। কিন্তু হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার কারণে মাঠে নামতে হয়েছে শামিকে। সেই সুযোগই কাজে লাগিয়েছেন তিনি। শামির অনবদ্য বোলিংয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।

বল হাতে পাওয়ার পর প্রতিপক্ষকে কার্যত ক্রিজেই টিকতেই দেননি বাংলার এই জোরে বোলার। চলতি বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে মোট ১৬ উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই এখন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি।

You might also like!