উজ্জয়িনী, ৩ জানুয়ারি : কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান সম্পর্কে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ। তাঁর কথায়, অতিশী একজন মুখ্যমন্ত্রী, তাঁর উচিত সঠিকভাবে শব্দ ব্যবহার করা। শুক্রবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জয় শেঠ বলেছেন, "গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী যে শব্দগুলি ব্যবহার করেছিলেন তা কাম্য নয়। শিবরাজ সিং চৌহানের মতো একজন প্রবীণ নেতার বিরুদ্ধে খারাপ শব্দ ব্যবহার করা, এই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। তিনি মুখ্যমন্ত্রী এবং তাঁর উচিত সঠিকভাবে শব্দ ব্যবহার করা।"
সঞ্জয় শেঠ আরও বলেছেন, "আপনি যদি কাউকে সন্ত্রাসী বলে সম্বোধন করেন তাহলে আপনার মানসিকতা বোঝা যায়, আমরা সবাই বলি গণতন্ত্র শক্তিশালী, এখন কেউ কিছু বললে সেটা তাদের মানসিকতা বোঝায়, তাদের ভাষা, তাদের স্টাইল, তাদের চরিত্র, তাদের চেহারা বোঝায়। আমরা সবাই ভারতের মাতার সেবায় নিবেদিত।" উল্লেখ্য, এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভস্ম আরতিতে যোগ দেন।