Country

1 day ago

Shivraj Chauhan: বৈজ্ঞানিক প্রকাশনা এমন ভাষায় হওয়া উচিত যা কৃষকরা বুঝতে পারেন : শিবরাজ চৌহান

Shivraj Chauhan
Shivraj Chauhan

 

পুণে, ২৪ ডিসেম্বর : কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান  পুণে-র গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের প্ল্যাটিনাম জুবিলি কনফারেন্সে অংশ নিয়েছেন। এই সম্মেলনে বক্তব্য রাখার সময় শিবরাজ সিং চৌহান বলেছেন, "আমাদের এটি নিশ্চিত করতে হবে যে, গবেষণাগারে করা গবেষণা মাটি পর্যন্ত পৌঁছয়। এ জন্য একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা দূরদর্শনে 'আধুনিক কৃষি চৌপাল' নামে একটি অনুষ্ঠান শুরু করেছি, যেখানে কৃষক এবং বিজ্ঞানীদের আলোচনার জন্য একত্রিত করা হবে। আমাদের বিজ্ঞানী এবং কৃষকদের মধ্যে দূরত্ব শেষ করতে হবে। বৈজ্ঞানিক প্রকাশনাগুলি এমন ভাষায় হওয়া উচিত যা কৃষকরা বোঝে। আমাদের অগ্রাধিকার হল উৎপাদন বৃদ্ধি করা।"

You might also like!