কলকাতা, ২৩ অক্টোবর : রাত পোহালেই কালীপুজো । আলোর উৎসবে মাততে প্রস্তুত শহর । কালীপুজোর আগেই দিন রবিবার রাতে কালীপুজো উপলক্ষ্যে তারাপীঠে বিশেষ পুজো । তার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি ।
প্রতিবছরই কালীপুজোর আগে সেজে ওঠে তারাপীঠ । এই বছরও তার ব্যতিক্রম নয় । শক্তির আরাধনার প্রস্তুতিতে তারাপীঠে। ভূত চতুর্দশী উপলক্ষ্যে এদিন রাতে বিশেষ পুজো হবে । অপরদিকে, সোমবার ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হবে । কারণ দেবী তখন হয়ে ওঠে রাজরাজেশ্বরী । যদিও এদিন তারাপীঠে দর্শনার্থীদের সংখ্যা খুবই কম । পাশাপাশি সেখানে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি ।