দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রশাসনের জন্য হল না বৈষ্ণদেবী মন্দিরের আদলে তৈরি ২২ ফুট উঁচু প্যান্ডেল। তাই মন ভারাক্রান্ত বর্ধমানে শালবাগানের সর্বমিলন সঙ্ঘের ।
সর্বমিলন সঙ্ঘের সম্পাদক বিশ্বজিৎ মন্ডল জানান, প্রশাসনের
নির্দেশনার পর তাঁরা প্যান্ডেলের নকশা সংশোধন করে শেষ মুহূর্তে কাজ সম্পন্ন করেন। কিন্তু
তাও প্রশাসনের অনুমতি না মেলার কারণে পুজো থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য
হন। তাঁরা বলছেন, প্যান্ডেলের উচ্চতা না উঠলে মণ্ডপের আকর্ষণ কমে যাবে, এবং তাই তাঁরা
পুজো না করার সিদ্ধান্ত নিয়েছেন।
দুর্গাপুজা সমন্বয় কমিটির সুকান্ত দাস জানান, এই ঘটনার পর তাঁদের সংগঠন আগামী ১৪ তারিখে হওয়া কার্নিভালে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শনার্থীরা মণ্ডপের বাইরে থেকে ফিরে যাচ্ছেন এবং থিম দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।