Festival and celebrations

1 year ago

Kollata Book Fair 2023 : সোমবার ৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Kollata Book Fair 2023
Kollata Book Fair 2023

 

কলকাতা, ২৯ জানুয়ারি  : রাত পোহালেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবছরের মত এই বছরও বইমেলা নিয়ে উত্তেজনার শেষ নেই বই প্রেমীদের । তবে প্রতিবারের তুলনায় চলতি বছর ছোট প্রকাশকের সংখ্যা বেশি বই মেলায়।

৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধন হবে ৩০ জানুয়ারি। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বয়স্ক মানুষদের বই দেওয়া হবে। এছাড়াও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের,পথ শিশুদের বাসে করে নিয়ে এসে বই দেওয়া হবে।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যেহেতু চলতি বছর সুকুমার রায়ের জনপ্রিয় গ্রন্থ ‘আবোল-তাবোল’-র ১০০ বছর তাই প্রবীণ নাগরিক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সহ ছোটদের বিনামূল্যে ২০ হাজার বই উপহার দেবে আয়োজক কমিটি। এবারের বইমেলায় ৬৮ জন নতুন প্রকাশকের স্টলের পরিমাপ ৫০ স্কোয়ার ফিটেরও কম। এমনকি ২৭৬ জন রয়েছেন যাঁদের স্টলের মাপ ১০০ স্কোয়ারফিট।

You might also like!