Festival and celebrations

1 month ago

Durga Puja Fashion Tips: পুজোর সময়ে প্রিয়জনের নজর কাড়তে ছেলেরা মেনে চলুন এই ফ্যাশন টিপসগুলো

Male Fashion
Male Fashion

 

Duranta Barta Online Desk: আগে ফ্যাশন বলতে মেয়েদের জন্যই বোঝানো হতো তবে এখন দিন পাল্টেছে,মানুষের দৃষ্টি বদলেছে, বদলেছে সময়। ছেলেরাও যথেষ্ট ফ্যাশন সচেতন হয়েছে। বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করতে নিত্যনতুন ফ্যাশন নিয়ে ছেলেদেরও আগ্রহের কমতি নেই। তবে এই ফ্যাশনের জন্য অফিস ছেড়ে ঘরে বসে মুখে টক দই মেখে বসে থাকার প্রয়োজন নেই মোটেই, বরং সব কাজের মধ্যে ব্যালেন্স করে পোশাকের সাথে মিলিয়ে অন্যান্য অনুষঙ্গ ঠিক করে নিন তাহলেই আপনি হয়ে উঠবেন পূজোর যথার্থ ফ্যাশনেবল ম্যান! 


 শার্টে ফ্যাশন :

ছেলেদের ফ্যাশনের মধ্যে টি শার্ট একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিশেষ করে কম বয়সের ছেলেদের জন্যে! যখন কোথাও ঘুরতে যাবেন বা বিশেষ কারো সাথে কিছু সময় কাটাতে পছন্দ করবেন তখন হয়তো একটু দ্বিধায় পরে যান কি পরে যাবেন সেখানে।  যদিও এটা যার যার পছন্দের ওপর নির্ভর করে তবুও বেশীরভাগেরই বেশি প্রিয় পুরোপুরি কালো শার্ট। মেয়েরাও ছেলেদের কালো শার্টেই বেশি পছন্দ করে। কালো ছাড়াও নিজ নিজ গায়ের রং অনুযায়ী পছন্দ মত ফুল শার্ট পছন্দ করতে পারেন । হাফ শার্ট থেকে ছেলেদের ফুল শার্টে বেশি ভাল দেখা যায়। যারা নিয়মিত স্যুট পরেন তারা স্যুটের রঙের ওপর নির্ভর করে শার্ট পরবেন। মাথায় রাখবেন, স্যুট গাঢ় রঙের হলে শার্ট পরবেন হাল্কা রঙের।


জুতো:

ছেলেদের ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবে প্রথমেই আসে জুতাের প্রসঙ্গ। আর এখন স্যান্ডেলের ট্রেন্ড হিসেবে একটু পা ঢাকা স্যান্ডেলের চল বেশি! শার্টের সাথে মিলিয়ে পড়তে পারেন সামনের পাম্প শু কিংব বুট জুতো। রং কালো,বাদামী বা হালকা মেরুন হতে পারে। তাছাড়া হালকা ডিজাইনের নানা স্যান্ডেল পরতে পারেন পাঞ্জাবীর সাথে। যারা জিন্স দিয়ে হাই শোল্ডার পাঞ্জাবী পড়বেন তারা বাহারী ডিজাইনের স্নিকার্সও পরতে পারেন। 


চুল-দাড়িতে ফ্যাশন :

যারা ক্যাজুয়ালি চুল কাটেন তারা মাসে দুবার চুল কেটে শেইপ ঠিক রাখুন। আর যারা চুল ছোট রাখেন তারা প্রতিদিন চুলে জেল লাগিয়ে চুলগুলোকে গুছিয়ে রাখুন। আর আপনি যদি চুল লম্বা রাখতে চান তবে একটু ভেবেচিন্তে নিয়ে করবেন। কারণ লম্বা চুলে সবাইকে মানায় না। আবার যাদের চেহারার গঠন লম্বাটে কিংবা পান আকৃতির তাদের চুল লম্বা রাখলে ভালো দেখায়। যাদের গায়ের রঙ কালো তাদের লম্বা চুল মোটেও ভালো লাগে না। যাদের লম্বা চুল তারা সব সময়ে পোশাকের সঙ্গে মানানসই গার্ডার দিয়ে চুল বেঁধে রাখুন। আর মাঝেমধ্যে চুলের আগা ছেঁটে দিন। সপ্তাহে অন্তত দুদিন শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখুন। যারা ক্লিন শেভে অভ্যস্ত তারা প্রতিদিন সেভ করে আফটার সেভ লোশন দিতে মুখটা ধুয়ে ক্রিম দিয়ে ম্যাসাজ করে নিন। যারা দাড়ি রাখেন তারা সপ্তাহে নিয়ম করে দাড়িগুলো সাইজ করে কেটে নিন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন!


চুলের স্টাইল, পোশাক, জুতো, রোদচশমা ইত্যাদি সব ব্যাপারেই ছেলেরা এখন আগের চাইতে অনেকগুণ সচেতন। ছেলেদের ফ্যাশন ইণ্ডাস্ট্রিও এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই কোন ছেলে যদি ফ্যাশনেবল হতে চায়, তাহলে তাকে কিছু কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে। যেমন, কোন জিনিসগুলো তার সাথে মানায় কিংবা কোন ধরণের পোশাক পরলে তাকে ভালো দেখাবে এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে।


যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন -


১) বাইরে কোথাও কারো সঙ্গে দেখা করার থাকলে অবশ্যই শেভ করে যাবেন। যাদের দাড়ি আছে তারা ঠিকমতো ছেঁটে পরিপাটি হয়ে যাবেন। কারণ এ বিষয়টি আপনার স্মার্টনেস এবং ভেতরের আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়িয়ে দেবে।


২) চুল কাটার জন্য দেখে-শুনে একজন ভালো হেয়ার ড্রেসার নির্বাচন করুন। আপনার চেহারা, ফিগার এবং ইচ্ছার সঙ্গে মানানসই রেখে কাজটি যেন ভালোভাবে সমাধান হয়। প্রয়োজনে অন্যের গাইডেন্স নিতে পারেন। প্রতি সময়ের ব্যবধানে চুল কাটুন। এ ক্ষেত্রে অন্তত ৪-৬ সপ্তাহ অন্তর চুল কাটা ভালো। মনে রাখবেন, আপনার আউটলুকিংয়ের ক্ষেত্রে চুল বড় একটা স্থান দখল করে আছে।


৩) ছেলেরা সাধারণত একাকী এবং দীর্ঘ সময় ধরে শপিং করতে পছন্দ করে না। ফলে পোশাকের ব্যাপারে পড়তে হয় ঝামেলায়। এইটার ক্ষেত্রে যা করণীয় তা হচ্ছে, কোনো কিছু চিন্তা না করেই একটা বড় শপিং মলে ঢুকে পড়ুন। সেখানে রাখা বাহারি ডিজাইনের মধ্য থেকে আপনার ব্যক্তিত্ব, ফিগার এবং চেহারার সঙ্গে মানানসই পোশাকটি নির্বাচন করুন। 


৪) রঙিন পোশাক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হোন। এমন কোনো রঙের পোশাক ব্যবহার করবেন না যাতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। প্রয়োজনে এ বিষয়ে পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব কিংবা কোনো শুভাকাঙ্ক্ষীর সাহায্য নিতে পারেন।


৫) পারফিউম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হোন। ছেলেদের জন্য আফটার শেভ লোশন একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়। দামি, কমদামী হলেও চেষ্টা করুন বেশ ভালো মানের পণ্যটি ব্যবহার করার আর বিভিন্ন ঋতুতে আলাদা আলাদা বডিস্প্রে, সেন্ট ইত্যাদি ব্যবহার করুন।


যে বিষয়গুলো এড়িয়ে চলবেন -


১) একই গেটআপের ক্ষেত্রে কালো - বাদামি রঙের পোশাক একসঙ্গে ব্যবহার করবেন না একদমই কারণ কালো জুতার সঙ্গে বাদামি রঙের বেল্ট অথবা বাদামি কোটের সঙ্গে কালো জুতা পরলে খুব চোখে লাগে এই কম্বিনেশনটা! প্রয়োজনে সবকিছুই কালো অথবা সবকিছুই বাদামি রঙের পরতে পারেন।


২) পরিহিত পোশাক যেন খুব বেশি ঢিলেঢালা না হয় এ ব্যাপারে সতর্ক থাকবেন।


৩) কথা বলার সময় মুখে দুর্গন্ধ থাকলে কেউ আপনাকে সমীহ করবে না কারণ এটি অত্যন্ত খারাপ একটি ব্যাপার। এই সমস্যা থেকে দূরে থাকার জন্য প্রতি ৬ মাসে অন্তত একবার ডেন্টিস্টের পরামর্শ নিন। দিনে-রাতে অন্তত ২ বার ব্রাশ করুন। পার্টি কিংবা মিটিংয়ের আগে মাউথ ফ্রেশনার ব্যবহার করুন। প্রয়োজনে আপনার গাড়ি অথবা অফিসের ডেস্ক ড্রয়ারেও মাউথওয়াশ রাখতে পারেন।


৪) পরিহিত পোশাক যেন ৩টির বেশি রঙ ধারণ না করে সেদিকে খেয়াল রাখুন।


৫) একরকম স্টাইল দিনের পর দিন ব্যবহার করবেন না। সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্টাইলকেও বদলান! কারণ আপনি না বদলালে দেখবেন আপনার পাশের জন একদম বদলে গেছেন তখন ফ্যাশনের ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন!

You might also like!