Festival and celebrations

1 year ago

Durga Puja:জর কাড়বে দিল্লির শালিমার গার্ডেনের 'অনন্যা নারী দুর্গাপুজো

Durga Puja
Durga Puja

 

নয়াদিল্লি, ১৯ অক্টোবর: নারীশক্তির উদযাপনের সঙ্গে অন্তঃসলিলা যোগ রয়েছে দুর্গাপুজোর। সে কথাই মনে করিয়ে দিচ্ছে দিল্লির শালিমার গার্ডেনের মহিলা সেবা সমিতি আয়োজিত দুর্গোৎসব ‘অনন্যা নারী দুর্গাপুজো ২০২৩’। যা সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত।

‘মায়ের পুজো, মায়েদের দিয়ে’ এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় বর্ষে পা রাখল শালিমার গার্ডেনের মহিলা সেবা সমিতির পুজো। দেশের মধ্যে কলকাতার পরেই রাজধানী দিল্লিতে দুর্গাপুজো হয় জাঁক করে। চলতি বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। তার মধ্যেও অন্যন্য ‘অনন্যা নারী দুর্গাপুজো ২০২৩’।

মহিলা সেবা সমিতির সদস্যাদের বক্তব্য, পুরুষপ্রধান সমাজে নারীর উপর শোষণ, উৎপীড়ন, অত্যাচারের প্রতীকী প্রতিবাদ এই পুজো। সমিতির দাবি, এই ধরনের পুজোর আয়োজন দিল্লি এন সি আর তথা সমগ্র উত্তর ভারতে প্রথমবার। কলকাতা থেকে আনা হয়েছে চারজন মহিলা পুরোহিত এবং তিনজন মহিলা ঢাকিকে। পুজোর সমস্ত কাজ, যেমন প্রসাদ ও ভোগ বিতরণ, কোঅর্ডিনেশন, ম্যানেজমেন্ট, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন- সমস্তটা মহিলারাই করছেন। অনন্যা মা দুর্গার ১০৮ নামের মধ্যে একটি। যা মন্দের উপর ভালোর, অসত্যকে ছাপিয়ে সত্যর বিজয়ের প্রতীক। সেকথা স্মরণে রেখেই ‘মায়ের পুজো, মায়েদের দিয়ে’-র ভাবনা। নারীকে অগ্রনী ভূমিকায় আনার উদ্যোগ।

উল্লেখ্য, শালিমার গার্ডেনের মহিলা সেবা সমিতির সদস্যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, উকিল, ব্যাঙ্ক আধিকারিক, নামী সংস্থার ম্যানেজার, আছেন সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী, গৃহিণীরাও। সকলে মিলেই যুগ পরিবর্তনের ডাক দিয়েছেন। সেই সূত্রেই সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত এই শারদ উৎসব।


You might also like!