দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৩-র নভেম্বরে দ্বিতীয়বার মা হয়েছেন টলিউড খ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। রাজ-শুভশ্রী-র পরিবারে ক্ষুদে সদস্যের নামকরণ হয় ইয়ালিনি। তাঁদের মেয়ে অর্থ্যাৎ ইয়ালিনি-র মুখ জনসম্মুখে প্রকাশ করেন তাঁদের ছেলে ইউভানের জন্মদিনে। পরবর্তীতে ইয়ালিনি এবং ইউভানের একের পর এক মিষ্টি ছবি,ভিডিও ইন্সটাগ্রামের মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসেন তাঁদের মা শুভশ্রী গাঙ্গুলী। এবার ছোট্টো ইয়ালিনি পৌঁছে গেছে তাঁর মায়ের শুটিং ফ্লোরে। মন ভালো করা এই ছবি শুভশ্রী অনুরাগীর বেশ মন কেড়েছে তা বলাই যায়।
বিগত দিনে বহুবার বাবা-মায়ের ফ্লোরে দেখা গেছে ইউভানকে। তবে প্রত্যেকবারই সক্রিয় চিত্র ধরা পড়েছে ক্যামেরার লেন্সে। বিভিন্ন সময়ে তাঁদের স্যোশাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে ইউভানের চমকপ্রদ মজার মজার ভিডিও। তবে আরও এক পা এগিয়ে তাঁদের ছোট্ট কন্যা ইয়ালিনি, সে ব্যস্ত মায়ের মুখের রূপসজ্জায়। ছবিটি দেখে বোঝাই যাচ্ছে, মায়ের মেক আপের দায়িত্ব কন্যের ওপর। পাশে রয়েছেন ইন্ডাস্ট্রির রূপসজ্জা শিল্পী সোমনাথ কুণ্ডু। তারকা কন্যা এখন থেকেই যে আগামীর প্রস্তুতি নিচ্ছেন তা আর বলাই যেতে পারে।