Entertainment

3 weeks ago

Vikrant Massey: 'বদলে গেছেন', এখন বিজেপি-কে বন্ধু ভাবেন বিক্রান্ত মাসে? কী বললেন অভিনেতা?

Vikrant Massey
Vikrant Massey

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুক্তির অপেক্ষায় গোধরা কাণ্ড নিয়ে তৈরি হওয়া ছবি 'দ্য সবরমতি রিপোর্ট'। সেই ছবির ট্রেলার সামনে আসার পর থেকে প্রাণ নাশের হুমকি পাওয়া বলি তারকাদের তালিকায় শাহরুখ-সলমনদের পাশাপাশি যে অভিনেতার নাম জুড়েছে, তিনি '১২ থ ফেইল' খ্যাত বিক্রান্ত মাসে। 'বিজেপি'-কে নিয়ে দৃষ্টিভঙ্গি বদলেছে, স্পষ্টই জানালেন বিক্রান্ত।

২০০২ -এর গুজরাটের বিতর্কিত ঘটনা নিয়ে তৈরি ছবিতে অভিনয় করছেন বিক্রান্ত। যে বিক্রান্ত একসময় গৌরী লঙ্কেশ, উমর খলিদদের পোস্ট শেয়ার করতেন নিয়মিত, সেই বিক্রান্ত স্বীকার করেছেন, সময়ের সাথে সাথে তাঁর দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। কিছু কিছু ঘটনা, কিছু সামাজিক ইস্যুকে নিয়ে ভুল ধারণা ছিল তাঁর। শুধু ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে ভাবনা একই রয়েছে। শুভঙ্কর মিশ্রের একটি পডকাস্টে এমনটাই জানিয়েছেন 'হাসিন দিলিরুবা' ছবির অভিনেতা।

'দ্য সবরমতি রিপোর্ট' কি প্রোপাগান্ডা ছবি? এই প্রশ্নের উত্তরে শুধু হেসেছেন বিক্রান্ত। জানিয়েছেন, পেশার কারণে তিনি বিগত কয়েক বছর অনেক ঘুরেছেন, বিহার-উত্তরপ্রদেশ চষে বেরিয়েছেন। তার ফলে বেশ কিছু ঘটনা নিয়ে চিন্তা ভাবনা বদলেছে তাঁর। আগামী দিনেও চিন্তা ভাবনা আরও বদলাবে বলেই ধারনা অভিনেতার।প্রসঙ্গত, ২০০২ এর গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে সাড়া ফেলেছে ফিরাক, পরজানিয়া-র মতো ছবি।

অভিনেতা হিসেবে নিজেকে ক্রমাগত ভেঙেছেন চুড়েছেন বিক্রান্ত মাসে। টেলিভিশনেই কেরিয়ার শুরু বিক্রান্তের, তারপর একে একে ওটিটি, বলিউড ছবি। এখন এক নামে তাঁকে চেনে গোটা দেশ। বলিউডে নড়বড়ে কেরিয়ার দাঁড় করাতে সময় লেগেছিল ঠিকই, তবে দুর্দান্ত অভিনয় প্রতিভা দিয়ে ঠিক নজর কেড়ে নিয়েছিলেন পরিচালক-দর্শকদের।

You might also like!