Breaking News
 
Mamata Banerjee:‘প্রকৃত ভোটার’ ও ‘ডিভাইড অ্যান্ড রুল’: SIR বিতর্কের মধ্যেই মমতার মন্তব্যে জল্পনা Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন?

 

Game

2 hours ago

West Indies wins T20 series: এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

West Indies wins T20 series
West Indies wins T20 series

 

চট্টগ্রাম, ৩০ অক্টোবর  : চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সামান্য পুঁজি নিয়েও জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। ১৪ রানে জিতে ক্যারিবিয়ানরা সিরিজ জিতে নিল এক ম্যাচ বাকি রেখেই। সবশেষ আট সিরিজে কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পেরেছিল ক্যারিবিয়ানরা। সেই ব্যর্থতার ধারা কাটিয়ে তারা সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ থেকে। টস জিতে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ৯ উইকেটে ১৪৯ রান। এক পর্যায়ে ক্যারিবিয়ানদের রান ছিল ১ উইকেটে ১০৬। সেখান থেকে পরের ৪৩ রানে তারা হারায় তারা ৮ উইকেট। বাংলাদেশ বোলারদের এমন উজ্জীবিত পারফম্যান্স বিফলে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ২০ ওভারে বাঙলাদেশ তুলেছে মাএ ১৩৫ রান। ম্যান অব দা ম্যাচ হয়েছেন শেই হোপ। তিনি ৩৬ বলে করেন ৫৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (আথানেজ ৫২, হোপ ৫৫, মুস্তাফিজ ২১-৩, নাসুম ৩৫-২ ও রিশাদ ২০-২ উইকেট)

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৮ (তানজিদ ৬১, হোল্ডার ২০-২, শেফার্ড ২৯-৩, আকিল ২২-৩ উইকেট)।

You might also like!