Breaking News

 

Game

3 hours ago

Premier League Hall of Fame 2025: প্রিমিয়ার লিগের হল অব ফেমে হ্যাজার্ড

Eden Hazard
Eden Hazard

 

লন্ডন, ৩০ অক্টোবর : ২০১২ সালে প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর চেলসিকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চেলসি এই সময়ে দুটি লিগ, একটি এফএ কাপ, একটি লিগ কাপ ও দুটি ইউরোপা লিগের শিরোপা জেতে। চেলসি কেরিয়ারে হ্যাজার্ড ৩৫২ ম্যাচে করেছেন ১১০ গোল ও ৮৮ অ্যাসিস্ট। তাকে ইংলিশ প্রিমিয়ার লিগ হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে। এই বছর হ্যাজার্ড ছাড়াও হল অব ফেমে স্থান পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিলে। হল অব ফেমে যুক্ত হয়ে গর্বিত হ্যাজার্ড। ‘মজা হিসেবে ভাইদের সঙ্গে বাগানে ফুটবল খেলতে খেলতে বড় হয়েছি। কিন্তু স্বপ্ন সব সময় ছিল সর্বোচ্চ পর্যায়ে খেলা। হল অব ফেমে যুক্ত হওয়া অনেক কিছু। এই গ্রুপে যুক্ত হতে পেরে আমি খুবই গর্বিত।’

২০২০ সালে আত্মপ্রকাশ করা হল অব ফেমে হ্যাজার্ড ও নেভিলে ছাড়াও আরও ২৪ ফুটবলার স্থান পেয়েছেন। কোচ হিসেবে পেয়েছেন দুজন। হ্যাজার্ড ও নেভিলে ছাড়া খেলোয়াড়রা হলেন- অ্যালান শিয়েরার, থিয়েরি অঁরি, এরিক ক্যান্টোনা, রয় কিন, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ডেনিস বার্গক্যাম্প, স্টিভেন জেরার্ড, ডেভিড বেকহাম, ওয়াইন রুনি, প্যাট্রিক ভিয়েরা, সার্জিও আগুয়েরো, দিদিয়ের দ্রগবা, ভিনসেন্ট কোম্পানি, পিটার স্মাইকেল, পল স্কোলস, ইয়ান রাইট, টনি অ্যাডামস, পিটার চেক, রিও ফার্দিনান্দ, অ্যাশলে কোল, অ্যান্ড্রু কোল ও জন টেরি। দুই কোচ হলেন আলেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গার।

You might also like!