Entertainment

2 months ago

Urmila Matondkar: স্বামী বয়সে ছোট, বিচ্ছেদ চেয়ে আদালতে গেলেন অভিনেত্রী

Urmila Matondkar
Urmila Matondkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ঊর্মিলা মাতণ্ডকরকে মনে আছে? বলিউড লাস্যময়ী। হাসিতে দুলে উঠত রূপালি পর্দা। শরীরের ভাজে ভাজে যৌবন জ্বলত আগুনের মতো। নাচের ফ্লোরে তুলতেন আবেদনের ঘূর্ণি। নব্বই দশকে বি-টাউনে ছিল এ সুন্দরীর সীমাহীন দাপট। 

সূত্রের খবর, সেই তালিকায় এ বার নাম উঠছে ঊর্মিলার। স্বামী মহসিন আখতার মিরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী।

মুম্বইয়ের একটি সূত্র জানিয়েছে, আট বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে এগোতে চাইছেন ‘রঙ্গিলা-গার্ল’। এ বিষয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এ-ও জানা গিয়েছে, এই বিচ্ছেদ হয়তো আপসে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে চলেছেন ঊর্মিলা।

২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে ভিন্‌ধর্মে বিবাহ, তার উপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ফলে, এই বিবাহ ঘিরে খানিকটা চাপানউতর ছিলই। তাই খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী।

নব্বইয়ের দশকে বলিউড মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে, শরীরী বিভঙ্গে। তাঁর জনপ্রিয়তার ধারেকাছে কোনও দিন আসেননি মহসিন। যদিও প্রাথমিক ভাবে রুপোলি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে ব্যবসাকেই পেশা হিসেবে নেন এই কাশ্মীরি যুবক। ২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই বছর লোকসভা ভোটে উত্তর মুম্বই কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি। গত আট বছরে মহসিন-ঊর্মিলাকে তেমনই ভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি কখনওই। কী কারণে তাঁদের এই দাম্পত্য ভাঙতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো।

You might also like!