দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়- (Swastika Mukherjee ) । অস্ত্রোপচার হয়েছে গত সপ্তাহেই । এখন কেমন আছেন অভিনেত্রী ? ঘনিষ্ঠ সূত্রে খবর, আপাতত এখন অনেকটা সুস্থ আছেন স্বস্তিকা । তবে, একমাস তাঁকে বিশ্রামে থাকতে হবে ।
কী হয়েছে অভিনেত্রীর ?
জানা গিয়েছে, স্ত্রীরোগ জনিত সমস্যা ছিল স্বস্তিকার । অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক । সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজের অসুস্থতার বিষয়ে জানান তিনি । অপারেশন হবে খুব শীঘ্রই বলেছিলেন নায়িকা । তবে, এখন সব বাধা কাটিয়ে আপাতত সুস্থতার পথে অভিনেত্রী ।
জানা গিয়েছে, এখনই কাজে ফিরছেন না নায়িকা । আপাতত বিশ্রামেই থাকবেন । নভেম্বরেই নতুন কাজের জন্য বাংলাদেশ যাবেন স্বস্তিকা । এমনই খবর পাওয়া যাচ্ছে টলিউড অন্দরে ।