দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেটগালার মঞ্চে ভারতীয় হিসেবে নজর কেড়েছেন আলিয়া ভাট। নজর কেড়েছেন তাঁর লুকের জন্য। সেই লুকের নেপথ্য নায়ক ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় নিজেও নজর কাড়লেন মেট গালা। শুধু নজর কাড়েননি, নজিরও গড়েছেন।
মেটগালার লাল গালিচায় প্রথম কোনও ভারতীয় ফ্যাশন ডিজাইনারর পা পড়ল। মায়ানগরীর গ্ল্যামারদুনিয়ায় সব্যসাচী নিজের নাম লিখেছেন সোনার অক্ষরে, সেই কতদিন আগেই।
হলিউড তারকাদের ভিড়েও আলাদা করে মেটগালার মঞ্চে চোখ চলে যাচ্ছিল হুগলির সেই ভূমিপুত্রের দিকে। কলকাতায় বড় হওয়া সব্যসাচীরপরনে ছিল নিজের ব্র্যান্ডের কটন ডাস্টার কোট। তার সঙ্গে নিজেরই গয়নার ব্র্যান্ড 'হাই জুয়েলারি'র মুক্তো, পান্না, হিরের নেকলেস।