Entertainment

1 year ago

Satyajit Ray : বিক্রি হয়ে যাচ্ছে সত্যজিৎ রায়ের তিনটি ছবির স্বত্ব

Satyajit Ray (File Picture )
Satyajit Ray (File Picture )

 

কলকাতা, ৩ আগস্ট  : 'গুপী গাইন বাঘা বাইন', 'অরণ্যের দিনরাত্রি' এবং 'প্রতিদ্বন্দ্বী'— সত্যজিৎ রায়ের এই তিন ছবির স্বত্ব কিনতে চলেছে ইউএস ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি 'জেনাস ফিল্মস' ৷

বাঙালির হাসি কান্না এবং সংস্কৃতির স্বাক্ষর বহন করে চলেছে এই তিনটি ছবি ৷ কিন্তু এবার বিক্রি হতে চলেছে এই ছবিগুলির স্বত্ব৷ ইউএস ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি 'জেনাস ফিল্মস' কলকাতার প্রযোজকের কাছ থেকে সত্যজিত্‍ রায়ের এই তিনটি ছবির স্বত্ব কিনতে চলেছে।

এই তিনটি চলচ্চিত্রই যে প্রযোজনা সংস্থা থেকে আসে সেই পরিবারের উত্তরাধিকারী প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত ৷ তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমি এই তিনটি ছবি বিক্রি করে দিচ্ছি। ইতিমধ্যেই জেনাস ফিল্মসের সঙ্গে সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এগুলি সংরক্ষণ করা বাড়তি চাপ হয়ে যাচ্ছে। সংরক্ষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সারাদিন সেই ঘর শীতাতপ নিয়ন্ত্রিত রাখা প্রয়োজন। সেটা বেশ ব্যয়বহুল। কষ্ট হলেও তাই এটাই আমার সিদ্ধান্ত। আমরা প্রযোজক তাই সন্দীপ রায়েরও এই ব্যাপারে বিশেষ কিছু বলার নেই বলে মনে হয় আমার।"

প্রসঙ্গত, জেনাস ফিল্মস এর আগে 'অপু ট্রিওলজি' সংরক্ষণ করে। সত্যজিৎ রায়ের কাজ সংরক্ষণের জন্য় এবার নতুন দায়িত্ব নিতে চলেছেন তাঁরা৷ ১৯৬৯ সালে পূর্ণিমা পিকচার্সের ব‍্যানারে মুক্তি পায় 'গুপী গাইন বাঘা বাইন'। অন‍্যদিকে, ১৯৭০ সালে 'অরণ্যের দিনরাত্রি' এবং 'প্রতিদ্বন্দ্বী' প্রযোজনা করে প্রিয়া ফিল্মস।

You might also like!