কলকাতা, ৮ এপ্রিল : সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান ধরে রেখেছে। আরসিবির এখন চার ম্যাচে ছয় পয়েন্ট, আর এমআই পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। এই মরশুমে দিল্লিই একমাত্র অপরাজিত দল।
আইপিএল পয়েন্ট টেবিল:
**দিল্লি ক্যাপিটালস: ম্যাচ ৩, জয় ৩, পয়েন্ট ৬ নেট রান রেট:১.২৫৭
**গুজরাট টাইটানস: ম্যাচ ৪, জয় ৩, পয়েন্ট ৬, নেট রান রেট : ১.০৩১
**রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ম্যাচ ৪,জয় :৩ পয়েন্ট ৬, নেট রান রেট : ১.০১৫
**পাঞ্জাব কিংস : ম্যাচ ৩, জয় ২,পয়েন্ট ৪, নেট রান রেট : ০.০৭৪
**কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ ৪, জয় ২, পয়েন্ট ৪, নেট রান রেট : ০.০৭০
**লখনউ সুপার জায়ান্টস: ম্যাচ ৪,জয় ২, পয়েন্ট ৪,
নেট রান রেট : ০.০৪৮
**রাজস্থান রয়্যালস: ম্যাচ ৪, জয় ২, পয়েন্ট ৪,
নেট রান রেট : -০.১৫৮
**মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ ৫, জয় ১,পয়েন্ট ২,
নেট রান রেট: -০.০১০
**চেন্নাই সুপার কিংস: ম্যাচ ৪, জয় ১, পয়েন্ট ২, নেট রান রেট:-০.৮৯১
**সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ ৫, জয় ১, পয়েন্ট ২
নেট রান রেট :-১.৬২৯