Game

20 hours ago

Al Hilal vs Al Nassr, Saudi Pro League 2024-25: রোনাল্ডোর জোড়া গোল, আল নাসর হারালো আল-হিলালকে

Al Nassr's Cristiano Ronaldo
Al Nassr's Cristiano Ronaldo

 

রিয়াদ, ৫ এপ্রিল : শুক্রবার সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে হারালো তার দল আল-নাসর। ম্যাচে জোড়া গোল করে দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট। আর এই জয়ে লিগের লড়াইয়েও টিকে থাকলো আল নাসর। শুক্রবার রাতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে আল-হিলালকে ৩-২ গোলে হারিয়েছে আল-নাসর।আক্রমণ প্রতি আক্রমণে শুরু থেকেই ম্যাচ জমে উঠে ছিল। অনেক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় আল নাসর। তবে গোল খেতেও পারতো প্রথমার্ধেl কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পান রোনাল্ডোরা। প্রতিপক্ষের মাঠে আল-নাসরকে গোল এনে দেন মিডফিল্ডার আলি আলহাসান।

বিরতির পর ব্যবধান বাড়িয়ে নেয় আল-নাসর। রোনাল্ডোর গোলে আল নাসর ২-০ গোলে এগিয়ে যায়। বক্সে বাইরে থেকে সাদিও মানের পাস থেকে পেনাল্টি এরিয়ার সামনে থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান পর্তুগিজ মহা তারকা । এরপর ৬২ মিনিটে একটি গোল শোধ করে আল-হিলাল। কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান আলি আলবুলায়হি। এরপর আবারও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্ডো। দুই গোল করার পর এ তারকার সব মিলিয়ে লিগে গোলসংখ্যা হলো ২১, যা আসরে সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মরসুমে আল-নাসরের হয়ে ৩৪ ম্যাচে ৩০ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্টও আছে তার। তা ছাড়া হাজারতম গোলের মাইলফলকের দিকেও এগিয়ে চলেছেন তিনি। তার গোলসংখ্যা হলো ৯৩১। এদিকে এই জয়ে লিগ শিরোপার দৌড়ে আশা বাঁচিয়ে রাখলো আল-নাসর। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল-হিলাল। অবশ্য এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ। এই মুহূর্তে লিগ জয়ের দিকে তারাই এগিয়ে।


You might also like!