Country

1 day ago

Good News for Businesses: এপ্রিলের শুরুতেই স্বস্তি, বাণিজ্যিক সিলিন্ডারের দামে হ্রাস অনেকটাই

Commercial LPG Cylinders Price Reduced
Commercial LPG Cylinders Price Reduced

 

নয়াদিল্লি, ১ এপ্রিল : ফের দাম কমলো বাণিজ্যিক সিলিন্ডারের। পয়লা এপ্রিল থেকেই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস করেছে তেল মার্কেটিং কোম্পানিগুলি। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে, নতুন এই মূল্য মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। দাম কমার পর রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের এখন নতুন মূল্য ১,৭৬২ টাকা। দিল্লির পাশাপাশি কলকাতা, মুম্বই-সহ দেশের সর্বত্রই কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এই দাম কমার ফলে স্বস্তি পেলেন রেস্তোরাঁ ও হোটেলের মালিকেরা।

You might also like!