বর্তমানে পশ্চিমবঙ্গে যা চলছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গত পাঁচ মাস ধরে মহিলা কমিশনের দায়িত্ব পেয়েছি তার মধ্যে এতগুলো বাংলার রিপোর্ট করতে হয়েছে। আগে বাংলায় এই পরিস্থিতি ছিল না। কারা চাইছে বাংলাকে উত্ত্যক্ত করতে, এখনো পর্যন্ত মালদার মোথাবাড়ির ঘটনায় ইন্ডিভিজুয়াল সাতটি অভিযোগ জমা পড়েছে এছাড়াও এসেছে প্রচুর মহিলা স্বাক্ষরিত মার্চ পিটিশন। আজ মোথাবাড়ি এলাকায় যাবেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ইতিমধ্যেই তিনি মালদায় এসে পৌঁছেছেন। মোথাবাড়িতে যাওয়ার আগে মালদার সার্কিট হাউসে সংবাদ মাধ্যমকে এ কথা বলেন তিনি।