কলকাতা, ৩১ মার্চ : পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাড়ায় পাড়ায় জোট বাঁধার ডাক দিলেন। বদলে দিলেন এক্স হ্যান্ডলে তাঁর ডিপি।রবিবার বেশি রাতে তিনি লিখেছেন, “यतो धर्मस्ततो जयः" l ‘ইয়াতো ধর্মস্ততো জয়’। অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয়।তবে আর কত-শত বার হিন্দুরা আক্রান্ত হলে আমরা জোট বাঁধবো? একে অপরের পাশে দাঁড়াবো? পশ্চিমবঙ্গে দিকে দিকে আমরা হিন্দুরা আক্রান্ত হচ্ছি শুধুমাত্র আমরা হিন্দু এই কারণে। আজ মোথাবাড়ি, তো কাল আমার বাড়ি আপনার বাড়ি। পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় স্বামী শ্রীশ্রী প্রণবানন্দ মহারাজ বলেছিলেন; "বাঙ্গালী হিন্দুর সামনে আজ একমাত্র পন্থা-বীরবিক্রমে যাবতীয় অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ ও প্রতিবিধান এবং আত্মরক্ষার জন্য সঙ্ঘবদ্ধ হওয়া।”
আসুন সবাই মিলে জোট বাঁধি, প্রত্যেক বাড়ির উঠোনে থাকুক তুলসি মঞ্চ, সন্ধ্যে বেলায় এলাকা মুখরিত হোক শঙ্খধ্বনি তে, নিজের এলাকার মন্দিরের সন্ধ্যা আরতি আওয়াজ ছড়িয়ে পড়ুক পুরো পাড়ায়। আমরা আক্রান্ত কারণ আমরা বিভক্ত। আমাদের অভিন্ন ধর্মীয় রীতি, আচার, আচরণ, আমাদের ঐক্যবদ্ধ শক্তির পরিচয় হয়ে উঠুক। সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে, বিপদে পড়লে আমরা যেন একে অপরের পাশে এসে দাঁড়াই। পশ্চিমবঙ্গের পক্ষপাতদুষ্ট পুলিশ প্রশাসন হিন্দুদের পাশে নেই। আমরাই পারবো নিজেদের রক্ষা করতে। আর কেউ যদি ভেবে থাকে হিন্দুদের উপর অত্যাচার করে হিন্দুদের দমিয়ে রাখা যাবে, আমি তাদের বলতে চাই যে হিন্দুরা আরও বেশি সংগঠিত হচ্ছে। গত কয়েক দিন ধরে যে আঘাত নেমে এসেছে হিন্দুদের ওপর, তার প্রতিবাদে আমি একদিনের জন্যে আমার সবকয়টি সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করলাম।”
"यतो धर्मस्ततो जयः" l ‘ইয়াতো ধর্মস্ততো জয়’।
— Suvendu Adhikari (@SuvenduWB) March 30, 2025
অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয়।
তবে আর কত-শত বার হিন্দুরা আক্রান্ত হলে আমরা জোট বাঁধবো? একে অপরের পাশে দাঁড়াবো?
পশ্চিমবঙ্গে দিকে দিকে আমরা হিন্দুরা আক্রান্ত হচ্ছি শুধুমাত্র আমরা হিন্দু এই কারণে।
আজ মোথাবাড়ি, তো কাল আমার বাড়ি…