নয়াদিল্লি : মা জগদম্বের কৃপা ভক্তদের জীবনে এক নতুন সুখের সকাল বয়ে আনে। সোশ্যাল মিডিয়ায় লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে একটি ভক্তিগীতির লিঙ্ক শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, “মা জগদম্বের কৃপা ভক্তদের জীবনে এক সুখের সকাল বয়ে নিয়ে আসে। নবরাত্রিতে দেবী মা-কে নিবেদিত লতা দিদি-র ভক্তিগীতি সকলের মধ্যে এক নতুন শক্তির জন্ম দেয়।”