দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে যেন আলোচনা থামছেই না। বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন বিশ্বসুন্দরী। কেরিয়ারে তিনি যতটাই প্রশংসিত, ব্যক্তিগত জীবন নিয়েও ঠিক ততটাই চর্চায় থাকেন। বিশেষ করে তাঁর 'মাঙ্গলিক' হওয়ার গুঞ্জন নিয়ে আলোচনা থামার নাম নেই। কুষ্ঠিতে দোষ থাকার কথা বলে কখনো বলা হয়, তাঁকে বটগাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, আবার কখনও শোনা যায়, তিনি শ্বশুরবাড়ির জন্য ‘অপয়া’! এই সমস্ত জল্পনার জবাব একবার দিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। এক সাক্ষাৎকারে তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে বলেছিলেন— “প্রতিদিন দেখি নতুন নতুন জল্পনা। কেউ বলে ঐশ্বর্যা অমুক, কেউ বলে তমুক… কেউ বলে, সে যেখানে যাবে, শ্বশুরমশাই নাকি মারা যাবে! এটা আসলে হাস্যকর! ভাগ্যে যা লেখা আছে, তাই হবে। ঐশ্বর্যা আমাদের জন্য আনলাকি নয়।”
এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন— “এসব লিখতে খুব সহজ, কিন্তু কেউ কি কখনও ভেবেছে, এই সব কথাবার্তায় ওর বা ওর পরিবারের উপর কী প্রভাব পড়ে? বছরের পর বছর এইসব গুঞ্জন চলছে! এতদিনেও থামল না? শুধু কি তাই! যেকোনো প্রসঙ্গে টেনে আনা হচ্ছে ঐশ্বর্যাকে। বিয়ের মতো বিষয়কে কি বিজ্ঞানের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? আসলে, দুই মনের মিলনই বিয়ে।” ২০০৭ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল অভিষেক ও ঐশ্বর্যার। তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যা আজ বড় হয়ে উঠছে সকলের সামনে। কিন্তু বিগত এক বছর ধরে গুঞ্জন উঠেছে, সম্পর্ক নাকি আগের মতো নেই। তবে এই বিষয়ে কখনওই মুখ খুলতে দেখা যায়নি দম্পতিকে।