
মুর্শিদাবাদ, ২ নভেম্বর : প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। গত সেপ্টেম্বরে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তৃণমূল নেতাকে। রবিবার ভোরে প্রয়াত হন মইনুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন মইনুল। ছাত্রনেতা হিসাবে রাজনৈতিক জীবন শুরু। ১৯৯৬ সালে প্রথম বার কংগ্রেসের টিকিটে ফরাক্কার বিধায়ক হয়েছিলেন মইনুল। হারিয়েছিলেন ওই কেন্দ্রের তৎকালীন সিপিএম বিধায়ক আবুল হাসনাৎ খানকে। তার পরে টানা পাঁচ বার ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। বিধানসভায় বরাবর ছিলেন বিরোধীদের আসনেই। কংগ্রেসে থাকার সময় এআইসিসি (সর্বভারতীয় কংগ্রেস কমিটি)-র সদস্য হন তিনি।
