মুম্বই, ১৪ জানুয়ারি : দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। ঘোড়ার পিঠে উঠতে গিয়েই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। অভিনেতার বাঁ পায়ে অস্ত্রোপচার করা হতে পারে বলে হাসপাতাল সূত্রের খবর। বলিউড সূত্রের খবর, পড়ে গিয়ে তাঁর পায়ে গুরুতর চোট লাগে। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা। বিনায়ক দামোদর সাভারকর চরিত্রে অভিনয়ের জন্য ২২ কেজি ওজন কমিয়েছেন তিনি। চরিত্রের কারণেই কড়া ডায়েটের মধ্যে ছিলেন রণদীপ। এর আগেও ‘সর্বজিৎ’ ছবির জন্য ১৬ কেজি ওজন কমান তিনি। হাসপাতাল সূত্রের খবর, বারবার ওজন কমানোর ফলে তাঁর হাটুতে মাংসের পরিমাণ একেবারে কমে গিয়েছে। সেই কারণেই পড়ে যাওয়ার পর পায়ে গুরুতর চোট লাগে। সম্প্রতি রণদীপ হুডার ওয়েব সিরিজ ‘ক্যাট’ মুক্তি পেয়েছে। দর্শকদের থেকে ভালো প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা।