
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বরাবরই দিল খোলা মনামী। যে কোনো গানে নেচে দর্শকদের মন জয় করে নিতে তার জুড়ি নেই। রবিবার বিশেষ ভাবে তার জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী। নিজেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিন সেলিব্রেশনের ছবিগুলি শেয়ারও করেছেন মনামী। ক্যাপশনে নিজেকে জলের সঙ্গে তুলনা করেছেন তিনি। তাঁর রাশি যেহেতু জলের, তাই এভাবে জলের মাঝেই জন্মদিন পালন করছেন।
হালকা ভেজা শরীরে রয়েছে কালো মনোকিনি। হাতে রয়েছে জন্মদিনের কেক। বিশেষ দিন পালন করতে ব্যাঙ্ককে পাড়ি দিয়েছেন মনামী। সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ছবি। নিজের অনুরাগীদের স্বাগতও জানিয়েছেন তিনি। কালো মনোকিনিতে অভিনেত্রীকে দেখে মুগ্ধ নেটিজেনরা। এই ছবিতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
উল্লেখ্য, এবারে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামীকে। ছবিতে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের চরিত্রে রয়েছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। একেবারে ঘরোয়া মানুষ ছিলেন গীতা সেন। এই চরিত্র সম্পর্কে জেনে নিজেকে তৈরি করার জন্য মনামীকে একটি ভিডিও ক্লিপিং দেখিয়েছেন পরিচালক সৃজিত। সেই ছবি মুক্তির অপেক্ষায় দর্শকরা।
